কবিতার পেট চিরে তোমাকে দেখা
কত নিখুঁত কারু কাজে ছবি আঁকা,
মমতার ডেঊ সারাবেলা আনমনে
ভালোবাসা সে তো পাবে সারাক্ষনে ।

কবিতার কালির ব্যাবছেদ পরীক্ষায়
মায়ের আদর মাখা সুখ সমীক্ষায়,
ভালোলাগার অন্তর গহীনে জ্বলে সুখ
মুছে যাই সব ঘৃণা ভরা চাপা দুঃখ ।

কবিতার প্রেমে কালি কলম মনে
মায়ের কথা গুলি লেখে তিন জনে,
কাব্যের মালা শব্দের খেলায় চলে
মা ছাড়া ভুবন মিছে মায়ার ছলে ।