মা মোর মমতার মাধ্যমে মিনতি মনে
মনিরাজ মন মানে না ময়ূরীর মলে,
মূর্তির মহাকাশে মাদুল মিছিলে মনু
মতের মতিহারে মতৈক্য মাথাপিছু ।

মনের মিজানে মন মাপা মশগুল
মতান্তরে মা হারা মজলুম মজলিসে,
মাতিয়ে মজলিস মায়ের মনরুপ
মসজিদে মা মমতার মহিমা মন ।

মা মন্দির মা মানে  মানের মান্য
মায়ের মননে মান মমত মহিয়ান,
মুগ্ধ মনের মননশীল মাধুরতায়
মসজিদ আর মা রবে পরম মমতায় ।