কত রাত জেগে লিখি মা কথাটি ভেবে
ক্লান্ত হৃদয়ে বসে থাকি আলো নিভে,
সব খাতা কলমে লিখে লিখে ভরি তবু
জননী মায়ের কথা শেষ হবে না কভু ।

আছো প্রানে মনে পড়ে ক্ষনে ক্ষনে
তুমি আছো জুড়ে আমার ধ্যানে মনে,
রজনীর আঁধারে আলোহীন জোনাকিতে
তোমার ছোঁয়া পাইগো দিনে রাতে ।

করুনার রঙ মঞ্চে কেউ কারো না
মায়ের মত কেউ আপন হবে না,
মমের সুতায় পুড়ে আবেগের কানন
মাগো তুমি ছাড়া চিত্ত্য বাড়ে যাতন ।