তোমার গর্ভে যতনে ছিলাম যখন
পাপ পুণ্যের হিসাব ছিল না তখন,
যন্ত্রণার বিষে নীল সাগর জলে
ডুবে আছি আমি রুষ্ট ভুবন তলে ।

পূজা করি আমি তোমার ছায়াতে
ভুলে থাকি সব বিরহের মায়াতে,
অশ্রু জলের কোলাহল প্রতিবাদে
ভিজে যাই বালিশ প্রতি নিশি রাতে ।

ফুঁপিয়ে কাঁদি নীরব যন্ত্রণার মাঝে
মায়ের অভাব কিছুতে না ভোজে,
বিষে ভরা প্রাণ করি বলিদান
মা হারা সন্তান চির মহীয়ান ।