মা গেছে আজ পাঁচ বছর আগে
নতুন জীবন অজানা ভয় লাগে,
ধীরে ধীরে যখন বড় হতে থাকি
মায়ের অভাব সারা বুকে আঁকি ।

নিশি রাতে মোর ঘুম ভেঙ্গে যাই
স্বপ্নের মাঝে মায়ের দেখা পাই,
কি যেন নাই জীবনে মোর সাথে
চোখের জলে বুক ভাসে রাতে ।

রাতের আঁধারে মায়ের ছায়া খুঁজি
বুকের মাঝে কষ্ট তোমাকেই বুঝি,
অশান্তির আঘাতে ভেঙ্গে হলো নদী
নদী পার হবো ফিরে আসো যদি ।