কে আছো মোরে সান্ত্বনা দিতে
জমে থাকা কষ্ট ভাগ করে নিতে,
বিধাতার কাছে এ মিনতি করি
পাপ থাক দূরে পুণ্যের জীবন গড়ি ।
যে সময় মায়ের আঁচল জড়িয়ে ধরার
কেঁদে উঠে মন দুঃখ আছে সবার,
পথের প্রান্তে ধূলি মাখা সুখ কাঁদে
বিলীন হয়েছি অচেনা গোলক ফাঁদে ।
আবদার প্রাসাদে দিয়েছি তালা
কিবা চাইবো কার কাছে ফুল মালা,
অযত্নের আকাশে বেড়ে উঠা মন
বাঁচিতে হবে এটাই নিজের পণ ।