মায়ের গন্ধ লেগে আছে এখনও
আফসোস লাগে মা নাই যদিও
ব্যথায় কাতর ফুলের মত কলি
মধু বলে কেউ ডাকে না বলি ।

গুহায় হারাল নূরের প্রদীপ জীব
জ্বলবে না আর জীবনে প্রদীপ
যে আলো জ্বলে বুকে জড়িয়ে ধরে
আদর করিত সারা শরীর জুড়ে ।

মা তুমি গেছো দূর আকাশের মাঝে
কষ্ট লাগে লুকিয়ে মেঘের ভাঁজে
সমাদর খুঁজি সকাল সন্ধ্যা সাঁঝ
ভালোবাসার ঘরে তালা পড়েছে আজ ।