চারিদিকে শুধু কান্নার রোল পড়ে
আমি বেচারা বুঝি না কিছু মোরে,
দুনিয়ার মানিক চলিয়া যাচ্ছে সরে
কোন অজানায় একাকী আমায় ছেড়ে ।
এক কলিজার আত্মা ছিঁড়ে টানে
সারা ভুবনের সব মায়ের প্রাণে,
কি করে বাঁচিবে মা মরা শিশু
দেখিবে না আর মায়ের ছায়া কভু ।
অনাথ হলাম চিরদিনের জন্য
সমাজের বুকে মূল্যহীন পণ্য,
আঁধারের মাঝে ডুবে গেছি আমি
মা হারা তাই খামছে ধরেছে ভূমি ।