মাগো তুমি আবার আসবে আমার অন্তরে?
বাস্তবে নাই কিন্ত আছো মনের গভীরে,
আমার সকল বিষণ্ণতার ছায়া মুছে যাবে
যদি তোমায় আবার দেখা পাই তবে ।
আমায় চিরকালের মতো একা ফেলে মরলে
নিষ্ঠরতার বাস্তবে দুনিয়ার মায়া ত্যাগ করলে,
ভালোবাসার আকাশে অন্ধকারের সীমা রেখে
উড়াল দিলে অদৃশ্য সীমাহীন পথ দেখে ।
জননী তোমার জান মরনের সন্ধিক্ষণে
মোর কথা কি ভাবছিলে কখনো নির্জনে,
মনের দুয়ারে খিড়কি খুলি কল্পনার জলসায়
আলোকিত আদম্য আশা বাঁচবার ভরসায় ।