পূর্বাশা আলোয় মুকুট কাঁদে বৈশাখে
নীল গিরি খাত ফুল ফোটে জুইশাখে,
পরশের আবেগ লিখি হাজারো কবিতায়
মায়ের মত কেউ দিবে পরম মমতায় ?
স্বপ্নের সবিতায় ভাসে অভিমানের দুয়ার
অতল গহ্বরে ডুবে মমতার ফোয়ার,
নিশি কালো নীল জ্বলে বেদনার ইতিহাস
ছন্দ পতন মনে আদরের অভিলাষ ।
এলো মেলো বাতাস বয় দুষ্ট ফাগুনে
কষ্ট গুলো ছুটে চলে বাধাহীন আগুনে,
না বলা কথার পাখা মেলে সবখানে
মা কথাটি অতি মিষ্টি সকলে তা জানে ।