মা মরার পর.......
বাবা আবার করল নতুন বিয়ে,
ছোট হৃদয় শুরু হোল
অনুভুতি দিয়ে ।
অনুভূতির অন্ধকারে......
হারিয়ে গেলাম আমি,
মা হারা আজ সন্তান তোমার
জীবন থেকেও মমি ।
বাবা তো বেজায় খুশি......
নতুন বউ পেয়ে,
আমার কেউ খোঁজ রাখেনা
মাথায় হাত দিয়ে ।
কষ্ট পাই মা হারিয়ে যাওয়া......
আদর সোহাগ গুলি,
তোমার মতো
কেউ আমারে নেই না
কোলে তুলি ।