আঁধারে আর কাটবেনা বেলা
দিনে রাতে নিয়তির খেলা,
বিষাক্ত কাঁটাতারে সারাবেলা
মায়ের অনুভবে পথ চলা ।

মাগো তোমার অনুভবে
ছোঁয়া পেয়েছি কবে,
অজানা ক্যালেন্ডারে ভাসে
বারে বারে মনে আসে ।

ক্ষুধার্ত সিংহের হুংকারে
মা বলে ডাকি ঝংকারে,
ঝংকারে প্রলয় করে
শুকনো কণ্ঠে আগুন ধরে ।

কত শান্তি মা বলে ডাকায়
শীতল হত সব পিপাসায়,
আঁধার ফেলে আলোর ধ্বনি
ছিলে আগুনের পরশমণি ।