এখন আর সারেন
বাজে না হটাত করে,
নির্মমতার কষাঘাতে বন্দি
অবহেলার কারাগারে ।
মাগো তোমার প্রয়াণ
বাজে সুর বিহনে,
অবজ্ঞার গভীর গগনে
বঞ্চনার জাল বুনে ।
মিথ্যে মায়ার আঁচড়ে
৪৪ বছর কেটেছে নজরে,
আর কত পার করিব সদাই
জেগেছে মন পাবার আশায় ।
রিক্ত হস্তে তিক্ত মনে
দেখা হতো তোমার সনে,
চাইতাম না কিছু আর
মুক্তি চাই অবহেলার কারাগার ।