সরু সুড়ঙ্গের ফাঁকে
দু চোখ তোমার ছবি আঁকে,
তোমার উপমা জননী তুমি
তুমি ছাড়া সবই বিরান ভুমি ।

শিশির সিক্ত ফুলের জলে
ভাসিয়ে মাগো স্মৃতির পালে,
সরিষার পাপড়ি মাখি মুখে
স্মরণের শিশিরে থাকি সুখে ।

নীলিমার দোলনায় মাগো
বলে দাও ধরণি,
কি করে বাঁচি ওগো
রুষ্ট অবনিতে অবুঝ তরুণী ।

চার যুগের পূজায় ধাত্রী
তোমার পথের যাত্রী,
আমিও আঁধারের কিনারায়
আবার হবে দেখা
কোনকালে নিরালায় ।