মাগো তোমার মাওড়া ছেলে
তোমার কথা মনে হলে,
কষ্ট চাপা বুকে রাশি
অশ্রুতে দুই নয়ন ভাসি ।

সৎ মা এলো বাবার ঘরে
বাসবে ভালো আমার তরে ?
বুঝি কিছু এই বয়সে
চোখ রাঙিয়ে রাখছে বসে ।

জোর করে তাঁর বাবার বাড়ি
নিয়ে যেতে চাইলো মরি,
গেলাম চড়ে ঘোড়ার গাড়ী
ফিরবো বাড়ি ধরলাম আড়ি ।

দুষ্ট ঘোড়ার চাবুক হারায়
সৎ মা আমায় চক্ষু রাঙ্গায়,
ওরে শয়তান পাঁজি বলে
দেয় যে গালি মারার ছলে ।

আর থাকবনা এই বাড়িতে
করলাম জিদ মোর মিনতে,
কাঁদতে কাঁদতে ফিরলাম বাড়ি
সৎ মা মোরে করলো আড়ি ।