মা থাকতো ব্যাকুল কষ্টে
সারা দিবানিশি,
আরও কেন আগে আসেনি
উদরভরা শশী ।

যে শশীতে আলো লাগেনি
আবদ্ধ ঐ ঘরে,
সকল মায়ার অটুট বাঁধনে
পূর্ণ জীবন ভরে ।

জীবন ভরে রক্ষা করেছে  
শশুর শাশুড়ির মন,
লেগেছিল পিছে আঠার মতো
ননদের জ্বালাতন ।

কিছু হলেই স্বামী তাহারে
পিটাইত বেদম,
হাত আর লোহার পাতে
পিছাইতো  না এক কদম ।

কদম বাড়িয়ে যেত না কোথায়ও
মোর নিরীহ মা,
প্রান ধারনে ছুঁয়ে ছিল তাকে
ভয়াল নিশিত তমা ।

এভাবে রোজ কাটে রাতদিন
আসছে ছুটে সংশয় অমলিন,
অচেনা মেঘে আকাশ ভরি
ভাসমান সোনার জীবন তরি ।