মায়ের শেষ বিদায়ে
তখন রাত্রি বেলা ,
চলছিল সব সমাধি নিয়ে আলোচনা
আর হবে দূরে চলা ।

বয়স আমার দু মাস
অবুঝ আমি, অবোলা আমি,
কার কাছেই বা ছিলাম উদাস
কাদের কাঁধে চললে তুমি ।

কেউবা দিল গোসল তোমায়
আঁতর সুরমা পরম মমতায়,
কেউবা দিলো গোসল করায়
আরও দিলো কাফন পরায় ।