মাতৃ প্রণয়ের ক্ষণে নিজ অবক্ষয়ে
পরের কোলে আশ্রিত দিবালয়ে,
বুঝি নাই তো কিছু হারালাম অমূল্য রতন
কেমন ছিলাম তখন নাকি অন্যের মতন ।

তা হবে কেন বুক ফেটে ছিল বেদনায়
বয়স মাত্র দু মাস ব্যাথাতুর চেতনায়,
অবলা আমি বাক হিন দু চোখে
মায়ের প্রণয় দেখে ছিনু রুখে ।

কার কোলে ছিল মোর তুলতুলে দেহখানি
আজও তা অজানায় ঝরে চোখের পানি,
হয়তো বা দেখায়নি মরে মায়ের সুরত খুলে
বিদায়ের সব আয়োজন চলছিল কোলাহলে ।