চিকন চাকন পাতলা গড়ন
অপরুপা মায়ের মায়াবী ধরন,
মাতিয়ে রাখিত হাসির ফুয়ারে
পরশিরা আসিত ঘরের দুয়ারে ।

এতটুকু ছিল না দেমাগি মন
বুঝত না সে কে পর আপন,
সুনাম ছিল সারা পাড়াময়
সে কথা সমাজের লোকে কয় ।

হাসলে তেউড়ি দাঁতের ঝলক
রুপের গহীনে চোখের পলক,
সদালপি মন ছিল সারাক্ষন
সকলের কাছে ছিল তার আসন ।

সৃজনে সাফল্যে সর্বদা গুনবতি
দিশারী হয়ে ছড়িয়ে দিত যতি,
অবিচারে সব সত্য আলোর মতি
বাঁধিয়ে রাখিত রাগ অনুরাগ প্রীতি ।