মায়ের অভাব দুনিয়া জুড়ে
থাকবে দুঃখ জীবন ভরে,
কষ্টের ভার আকাশময়
সে কষ্ট তো ভুলবার নয় ।

জীবন খেলার পাগলা ভেলায়
ঝড় উঠেছে মাতাল হাওয়ায়,
কাঁপছে হৃদয় মন মোহনায়
দিনগুলো মোর কাটছে হেলায় ।

আসছে মাসে হাতেখড়ি
কে বা করবে তড়িঘড়ি,
মা থাকলে হতো যোগাড়
ভুঁড়ি ভোজের মতো খাবার ।

মা মরা এই এতিম ছেলে
অবহেলায় ছুড়ে ফেলে,
বঞ্চনার ঐ সাগর নীলে
খোদা মোরে সব ভাসালে ।

মায়ের শুন্য চিরব্যাথা
সত্য বলে সবার কথা,
পাইনি মা গো তোমার দেখা
মা ছাড়া আজ সবই ফাঁকা ।