মায়ের মহাকাল যাত্রা ক্ষনে
তখন নব্য শিশুর মনে,
পাথর চাপা কষ্টের দাবানল
মায়ের প্রস্থানে হৃদয় অনল ।
মা তুমি গেলে অকালে
আমাকে একা ভাসিয়ে,
বিন্দু থেকে সিন্ধুর প্রয়াসে
তোমার মতো মহাকালে ।
মা তুমি তো ভালোই জানতে
রবের প্রতি বিশ্বাস ছিল মানতে,
অনেক আকুতি করে মোরে পেলে
কিন্তু নিয়তির বিধানে চলে গেলে মহাকালে ।