সময়ের সাথে বড় হতে থাকি
নির্বাক চোখে জীবনের ছবি আঁকি,
মা বিহীন সংসারে
পাষাণ মন কেঁদে উঠে আঁধারে ।
বারে বারে খুঁজি মায়ের গন্ধ
দূর সীমানার সিন্ধ,
কেউবা বলবে মায়ের খবর ?
কোথায় আছে মায়ের কবর ।
কবরের ধাঁরে গিয়েছিলাম একদা
শোক পাথরে জীবন্ত মুর্দা,
কেঁদেছিলাম কত কবরের উপর
ফোঁটা ফোঁটা জল পড়েছিল নির্ঝর ।
নির্মম সে সময়ের বেলায়
পাশে ছিল কিছু গাছ কারবালায়,
গাছের চোখে জল ছিল সেদিন
কবরের সারি অনুমান দুই তিন ।
দুই তিন মানে আড়ায়ের মাঝে
প্রান প্রিয় মোর মায়ের কবর আছে,
আজও আছে সব স্মৃতি মনে মনে
ভুলতে পারিনা কষ্ট পায় ক্ষনে ক্ষনে ।