মায়ের ছোঁয়া হারিয়ে গেল
দুর আকাশের মাঝে,
মাকে এখন মনে হলে
কাঁদি সকাল সাঁঝে ।
মা গো আমার মন মানেনি
আবার ফেরত চাই,
অল্প ছোঁয়ায় মন ভরেনি
তোমার গন্ধ পাই ।
দূর আকাশের সাতটি তারা
আমায় বলে যাই,
তোমার মায়ের পুন্যে ভরা
সুখের স্বর্গ মায়ায় ।
তোমার স্বপ্নে বেঁচে থাকি
সারা জীবন ভরে,
তাই তো আমি আপন করে
সুখের পাখি আঁকি ।