মা যে আমার আঁধার রাতের স্বপ্ন
মা যে আমার সকাল বেলার মগ্ন,
মা যে আমার কুমড়ো ফুলের রত্ন,
মা যে আমার শীতের সারা উষ্ণ ।
মাগো তোমায় ডাকবো বোলে
মনের কোনায় ইচ্ছে লাগার ছলে,
এদিক ওদিক নেইকো তুমি
সারা বাংলায় খুঁজি তোমায় আকাশ পাতাল ভূমি ।।