মায়াবি জননী তোমার বিদায় কালে
ধরাধামে আমি জড়িয়ে পড়েছি,
অজানা এক জালে ।
শূন্য রেখায় পতিত জীবন
কোন এক মরা ডালে ।

মাত্র দু মাসের ছোঁয়া
সারা জীবনের কালো ধোঁয়া,
বন্ধ হলো মা ও শিশুর সম্প্রীতি
নতুন মাত্রায় মায়ের অনুভুতি ।

বিষাদ বাড়ে দুঃখ আসে প্রতি ভোরে
এতিম অসহায় মোরে,
নিষ্ঠুর নিয়তির ফলে
এভাবে জীবন চলে ।

সমাজের লোকে একে একে কয়
আত্মীয় স্বজন সবার একই ভয়,
এতোটুকু ছেলে বাঁচবে কি করে
মা ছাড়া এই পৃথিবীর তরে ।