মা ও মা আমাকে একটি বার দেখা দাও
তোমাকে দেখার নেশায় কাঁদি হাউমাউ ,
মাতৃহারা রুপে গড়েছি জীবন
অবজ্ঞা , অনাদরে , অবহেলায় ভুবন ।
কখনও দেখিনি তোমায় মুখ
জন্ম থেকে জ্বলছি মাগো পাইনি তো সুখ,
সেই যে গেলে চলে আসলে না আর
এখনও মুছেনি চোখের পানি দুঃখ মেলা ভার ।।