মা তুমি নেই .......
জীবন প্রদীপ বন্ধ ,
আশা, মায়া, মমতা সব বন্ধ
গতিশীল পথ মায়াবী বাক্য সব অন্ধ ।

মা তুমি নেই ......
মনের সরল কোন গুলো আজ রুক্ষ,
জীবন যাতনা ভাবাবেগ সব রুগ্ন
তোমার অভাবের নেশাই আমি মগ্ন ।

মা তুমি নেই ......
আমার আকাশে আলো নেই,
চাঁদ তাঁরা অনেক আগেই
হারিয়ে গেছে নিমিষেই ।

মা তুমি নেই ......
আমার ঘ্রান, স্বাদ, শক্তি সব বিলুপ্তি,
জানা অজানার অনুভব সুপ্তি
প্রাপ্তির মোহনা গুলো আজ ব্যাপ্তি ।