মা নাই, কোন আশা নাই
ভালো লাগার সময় নাই,
খাওয়া দাওয়া ঘুম নাই
আত্মার শান্তি গেলো কোথায় ।
মা নাই, মান নাই
গা নাই, সুখ নাই ,
ধন নাই, ঘর নাই
সৎ মায়ের আদর নাই ।
মা নাই, জান নাই
মা নাই নষ্ট মনটাই,
মা নাই, কারও কাছে কদর নাই
মা নাই, প্রেম নাই ।
মা নাই,ভালোবাসার মান চাই
মা নাই, বেঁচে থাকার শক্তি নাই,
মা নাই, জল গরমের আগুন নাই
মা নাই, সুখ বসন্ত ফাগুন নাই ।