মা জানো তুমি .....
তুমি যা জানো না
০৫ই বৈশাখ বাংলা ১৩৮৫ সালের মূল
দিনটি ছিল বুধবার সারারাগুল ।
জন্ম জয়ের এক অভিলাষ
অবশেষে কোল জুড়ে আসার প্রয়াস,
তুমি শ্বাস নিলে আমি মুক্ত
জন্ম দিলে ধরা ধামে চিত্ত ।
মা জানো তুমি .....
আমার জন্মে খুশি হলে খুব,
ভরে গেল প্রান খুলে গেল সব
আপবাদের অবসাদ ।
হাতে পেলে মাত্র দু মাস
পড়লে মরন ব্যাধি জ্বর ভাইরাস,
পেলাম সারারাগুলে
হারালাম গোধূলিতে ।
এখন আমি নিঃস্ব
অমুল্য পতিত ভস্ম,
মা মরা ছেলে তোমার রিক্ত
শুন্য পৃথিবী মায়া ভোরায় সিক্ত ।