মা ছাড়া ঘুরে বেড়ায়
হামাগুড়ি দিয়ে,
বাস্তবে মোর মা নাই
চলি মায়ের দোয়ায় ।
তুমি ছিলে সবকিছু মোর
শান্তির প্রেরনা,
তুমি নাই ঘিরে ধরেছে
দুঃখের যাতনা ।
তোমার মত আদর আমায়
কেউ করে না আর,
কপাল গুনে আজকে সবাই
হয়ে গেছে পর ।
সবাই চাই কলে তুলে
মোরে ভুলাবার,
আমি তো আর পাইনি
মায়ের আঁচল দুলাবার ।
ঐ আঁচলে ছিল অনেক
আদর মাখা সুখ,
অল্প ছুঁলে ভুলে যেতাম
কষ্ট মাখা দুখ ।