দিন চলে যাই মাস চলে যাই
আসে বছর ঘুরে,
মা মরার পর দাদী আমায়
নেই যে আপন করে ।

ক্ষিধে পেলে সাবু খাওয়ায়
অতি যতন করে,
হঠাৎ একদিন বাঁধে গলায়
গেলাম প্রায় মরে ।

গায়ে ছিল লিলেন জামা
জোর দিয়ে টান ছিঁড়ে,
খোদার কাছে দোয়া করে
সবার কান্না থামা ।

একটু পরে খক করে সব
বেড়িয়ে এলো সাবু
শান্তি দিলো অবশেষে,
করুনাময় রব
না জানি কোন বিপদ হবে
সবাই ভয়ে কাবু ।