নিয়তির নির্মম কিছু শব্দ মালা
মোর জীবনে বিঁধে আছে সারাবেলা,
মা, আম্মু, আম্মা যেমন সেরা
ডাকতে পারেনি মধুর করে মোরা ।
দুর্ভাগ্য এমন কোন কালে
ঘটেছে কারো জীবন ভরে,
একটি বারো বলতে পারেনি তারে
আম্মু, আম্মা, মা বলে ।
ডাকার আগেই চলে গেলে তুমি
আমায় একা রেখে,
সোনার জীবন হয়ে গেলো
আজ জীবন মরুভূমি ।
তপ্ত বালুতে ঝলসানো
মোর মিছে মায়ার সুখে ।