দাদী মা সেই যে
কোলে তুলে নিলো,
দিব্য শপথ করে
সারাটি জীবন ভরে ।
নিজে মরি তবু
হতাশ হবোনা কভু,
বাঁচাতেই হবে নাতীকে
এই কল্পনায় একে ।
মা নাই তাই কি ?
জীবনের সংগতি,
এখন থেকেই দুধ মাতা আমি
মোর বিধাতা পাশে থেকো তুমি ।
বউ মা গেছে
চোখ ভিজেছে জলে,
হাল ধরেছি মাঝি হয়ে
ছেঁড়া পালটি তুলে ।
জীবনের নৌকা ডুবে ডুবে যাই
মাঝে মাঝে মোর লাগে ভয়,
মেলা পথ বাকি একে বেঁকে
এগিয়ে চলেছি সামনের দিকে ।