ও মা
তোমার শেষ বিদায়ে
আমাকে অঝোরে কাঁদায়ে
রেখে গেলে মোরে
অকুল সাগরে ভাসায়ে ।

ও মা জানো ?
তুলে নিলো বুকে মহাময়ি দাদী
মানুষ করতে হবে এই পনে কাদি,
কে করবে তারে মায়ের আদর
সারা জীবন ভরে কে দিবে কদর ।

জানো মা ?
দাদি মার বুকে কষ্টের পাথর
আমাকে রাখিল ঢাকি আদরের চাদর,
ক্ষিধেয় আমি করি কান্না
দুধ খোঁজার পর কোথায়ও পাইনা ।

মা জানো ?
মায়ের দুধ নাইকো বলে
সকলে চিন্তার ভাঁজ কপালে,
সবশেষে দাদি নিজ দুধে
পান করালো মোরে নিজ সাধে ।