যেই ছেলেটা আশা নিয়ে তোমার কাছে গিয়েছিল,
সকল অতীত মেনে নিয়ে তোমায় ভালোবেসেছিল।
সেই ছেলেটার কী ছিল না, অর্থ কড়ি রূপ লাবণ্য?
গায়ের বরণ কথার ধরন তার ছিল কী খুব নগন্য?
যেই ছেলেটা দিন কাটাতো তোমায় ভেবে সারাবেলা,
সেই ছেলেটার প্রতি ছিল তোমার হাজার অবহেলা!
কেন তুমি করলে এমন, ভাঙলে তার আশা ও মন,
রোদের বদল মেঘে ঢাকা তার এখন হৃদয় গগন।
যেই ছেলে রোজ হাসি মুখে বলতো কথা অবিরত,
সেই ছেলেটার মনে এখন সাগর নদীর মতো ক্ষত!
তার মাঝে কী দেখে তুমি ফেলে দিলে আঁস্তাকুড়ে,
সে ছিল কী খুব বখাটে অবাধ্য আর ভবঘুরে?
যেই ছেলেটা সবার চোখে ছিল ভীষণ সাদাসিধে
সেই ছেলেটা তোমার প্রেমে পড়েছিল নিজে সেধে,
কী প্রয়োজন ছিল তাকে এভাবে ফিরিয়ে দেওয়ার?
চাইলে তুমি পারতে নিতে একটু তারও কেয়ার।
নাইবা তুমি কেয়ার নিতে, তাও নিতো সে মেনে,
তোমায় ভালোবেসে তোমায় বুকে নিতো টেনে।
দাওনি তাকে একটু সুযোগ রেখেছিলে হাজার অবহেলায়,
সে কখনো বলবে না "এই মন খারাপের জন্য তুমিই দায়।"