আমার ঠিকানা খুবই ছোট,তুমি সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে হৃদস্পন্দন পাঠিয়ে,
চিঠি লিখো।
আমার সেই পুরানো ঠিকানায়,
চিঠি লিখো।
মন খারাপের গল্পটা পৌঁছে দিতে,
চিঠি লিখো।
গ্রীষ্মের গরমে যখন ঘেমে একাকার তখন,
চিঠি লিখো।
বর্ষার কালো মেঘ অঝোরে কাঁদলে,
চিঠি লিখো।
শরতের কাশফুল বনে ঘুরে ঘুরে,
চিঠি লিখো।
হেমন্তের পতা ঝড়া কোন এক বিষন্ন গোধূলি লগ্নে যদি আমি হারিয়ে যাই তবুও,
চিঠি লিখো।
শিতের শিশির ভেজা ভোরে শিউলির স্পর্শে,
চিঠি লিখো।
বসন্তের পরন্ত বিকেল গুলোতে মেহেদী রাঙা হাতে,
চিঠি লিখো।
এলোমেলো কথায় অভিমানী কবিতায়, রঙিন কিংবা মলিন কাগজে ভালোবাসি বলে,
চিঠি লিখো।
আমি তোমার সব চিঠি জমিয়ে রাখব বুকের ভেতর গুপ্ত কোনো জায়গায় তাও তুমি,
চিঠি লিখো।
সুখ গুলো সব তোমার কাছে রেখে দুঃখ গুলো না হয় আমাকে পাঠিয়ে দিও তবুও,
চিঠি লিখো।
আমার পুরানো ঠিকানায় রোজ নিয়ম করে,
চিঠি লিখো।