কোথা থেকে উত্তরা বাতাস এসে
এনে দিল শীত,
গুন গুন গায় পাখি
শীত শীত শীত।
কৃষকেরা ধান কেটে যাচ্ছে
কেউবা উঠানে আগুন পোহাচ্ছে,
পিঠা পুলি খাবে সবাই
উজ্জ্বল হাসিমুখ তাই।
রাখালেরা বাঁশি নিয়ে
গানের সুর তুলে গায়,
অন্য দিকে মাঠগুলো
ধানে ছেয়ে যায়।
কোথায় হারিয়ে গেল
সেই গরমের আহাজারি,
শীতের ঠান্ডা কাপুনি বলছে
আমার কানে কানে
আমি হলাম ঋতুর রানী শীত।