চৈত্র বোশেখে মাটি ফাইটা,
জ্বইলা গেলো ধান।
পানির লাইগা কাঁদলাম কত,
গলে নাই দাদাগো প্রাণ!

শ্রাবণে মাসে যখন ফুঁইসা উঠল জল,
ভাদ্র মাসে উজান থেকে ছাইড়া দিল ঢল।
সেই ঢলে গেল ডুবে আমার দেশের সব,
বলল তারা এবার তোরা ডুবে ডুবে মর।

গ্রামের বাঁধ ভাইঙ্গা হু হু কইরা
ঢুকছে বানের জল,
ভাইসা গেছে গরু ছাগল হাঁস মুরগী...
যা ছিল সম্বল!

অনাহারীর ভীড়ে সারাদিন দাঁড়াইয়া বলে,
তাদের ভাগের ত্রাণটুকু কে রে নিলো কেড়ে।

তাদের চিন্তার অবসান ঘটিয়ে দেখিয়ে দিল যারা
স্বাধীন বাংলাদেশের নাগরিক মানবতার হৃদয়ে তারা।

শরতের নীলাভ আকাশের আগমনির আনন্দে,
মেতে উঠুক যেন তাদের এ জীবন ছন্দে ছন্দে।

নিদান কালে মানবতা দেখাও যদি তুমি,
আখেরাতে তরাই নেবে বিচার দিনের স্বামী।
পূন্য ভূমি সিলেট বাসীর অমানিসার কালে
পাশে দাঁড়াই হাতটি বাড়াই সকল বিভেদ ভুলে।