শীত এসেছে, হিমেল হাওয়া,
বয়ে আনে স্মৃতির গন্ধ, চেনা পথের ছাওয়া।
পিঠা-পুলির গন্ধ মিশে আছে মায়ায়,
বাড়ির উঠোন ডাকে আমায়।
কিন্তু পায়ে শিকল, ব্যস্ততার বেড়াজাল,
১২ ঘণ্টার ডিউটিতে চলছে জীবনের পাল।
ছুটির আকাশ যেন দিগন্তেই থেমে,
কাজের চাপে সময় কোথায়, নিজের কথা ভেবে।
তবুও আশা করি, কোথাও একটু সময়,
গরম চায়ের ধোঁয়া আর মনের শান্তি পাই।
বাড়ি যেতে না পারি, স্মৃতিগুলো তো আছে,
হৃদয়ের মায়ায় সব বাধা ভুলে যেতে ইচ্ছে।
পিঠার স্বাদে, লাল চায়ের কাপে,
ফিরে আসুক শীতের সকাল আনন্দ মাখা মাপে।
জীবনের ছন্দে একটু প্রশান্তি এনে,
নিজেকে খুঁজে নাও, ভালোবাসার আঁচলে।
তোমার কাজ, তোমার স্বপ্ন,
এই শীতও একদিন হবে স্মৃতির প্রাঙ্গণ।