সময় চলে যায়, থামে না কোথাও,
সুখের দিনে হাসায়, দুঃখে করে দাও।
কখনো সে আনে আলো, কখনো আঁধার,
মুহূর্তে বদলায়, রং বদলায় তার।
সুখে ভরিয়ে দেয় একেকটি দিন,
দুঃখের রাতে আসে নির্জন সুরের বিন।
যখন মনে হয় সবই বুঝি শেষ,
তখনই সে দেয় নতুন এক রেশ।
কখনো মনে হয় সময় খুবই নিষ্ঠুর,
আবার কখনো সে দেয় আশ্বাসের ঠোঁটের সুর।
চলার পথে সে সঙ্গী হয়ে থাকে,
হৃদয়ের ভাঙা সুরে স্বপ্ন বুনে রাখে।
তাই সময়কে বন্ধু করে নাও আজ,
ভালোমন্দে সে তো আমাদের সাথেই সজাগ।
থামবে না সে, যাবে চলে নির্দ্বিধায়,
আমরা শুধু স্মৃতি ধরে রাখব সময়ের ছায়ায়।