অনেকদিন থেকেই ভাবছি,লিখতে হবে নতুন কিছু।
কি লিখব? কি লিখব করে লাগলাম ছুটতে ভাবনার পিছু।
আর কিছু ভাবতে চাই না ভাবনার টানলাম ইতি,
কাগজ কলম হাতে নিয়ে লিখতে শুরু করলাম ডিপ্লোমা লাইফের গীতি।
স্কুল জীবন শেষ হয়েছে শুরু ডিপ্লোমার জীবন।
খুলনা এসেও তাকে মনে রেখেছি সারাক্ষণ।
খালিশপুর থেকে যাত্রা শুরু, শেষে হাদীস পার্ক।
ক্লিনিক মোড়ে আড্ডা দিয়ে কলেজে এলাম হেঁটে।
প্রথম দিনে নবীন ছিলাম আজকে মোরা প্রবীণ।
দিন হয়েছে গত, কিন্ত গল্প আছে শত।
সে'দিন ছিল না গোলাপ বরণ,করোনার লকডাউন তার কারণ।
এবার হলো না বিদায়, ছাত্র আন্দোলন তার কারণ।
ভুলে যাওয়া কিছু কথা করবো আজকে স্মৃতিচারণ।
২০২০ সনের ১লা জুলাই ভর্তি,আর ২২ আগস্ট ২০২৪ তার ইতি।
বাড়ি ছেড়ে নতুন শহর, তৈরি হলো বন্ধু মহল।
আজ ডিপ্লোমা লাইফের ইতি, তাই এখন সবই স্মৃতি।
ক্লাস শেষে দলবেঁধে,বন্ধুরা সব টং দোকানে।
মামা, দোস্ত, আর বন্ধু নামে,ডাকি একে-অপরকে।
নানা ধরনের যুক্তি-তর্কে,
গল্প চলে চায়ের চমুকে।
ডিপ্লোমা জীবনের সেই সোনালি দিনের কথা,
আজ মোর কবিতার পাতায় লেখা।
স্বল্প সময়ে মোদের ডিপ্লোমা জীবনের ইতি,
তাই আজকে সবই স্মৃতি।