সবুজ দেয়ালের সামনে দাঁড়াই,
নিজের ভেতর এক আলোর খোঁজ পাই।
মুখ তুলে চেয়ে থাকি আকাশের পানে,
স্বপ্নের ডানা মেলে উড়ি অন্তর থেকে প্রাণে।

সাদামাটা পাঞ্জাবির ভাঁজে,
লুকিয়ে আছে গল্প হাজার সাজে।
হাতের ঘড়ি বলে কেবল এক কথা,
সময়কে ছুঁয়ে জীবনের পাতা।

ভাবনার গভীরে ডুবে যাই বারবার,
অজানা উত্তর খুঁজি নিঃশব্দে আবার।
অপেক্ষা করি এক সোনালি কাল,
যেখানে মিলে যাবে সব প্রশ্নের সমাধান।

আমি দাঁড়িয়ে আছি, আমার নিজেরই সামনে,
নিজেকেই খুঁজছি, এই জীবনের অজানা খেলাঘরে।