রাজনীতি আজ নোংরা খেলা,
সত্য যেখানে বন্দি একেলা।
অন্যায় হাসে, ন্যায় কাঁদে,
স্বার্থ লুকিয়ে ক্ষমতা বাধে।
নৈতিক মানুষ টিকতে পারে না?
সত্যের পথে বাধা ঢের!
এক এক করে হারিয়ে যায়,
মিথ্যার জালে হার মেনে ন্যায়।
তাই তো দরকার কঠোর শাসন,
অন্যায় যাবে ধ্বংস হয়ে।
একবার সুযোগ শুধরানোর,
দ্বিতীয়বার ফেরার নয়!
অন্যায় যদি ভয় না পায়,
বিচারের তরবারি থেমে যায়,
তবে কে দেবে মানুষ মুক্তি?
কবে ফিরবে ন্যায়ের ভক্তি?
একদিন আসবে সুবিচার,
দুর্নীতি পাবে কঠিন আঘাত,
ততদিন ন্যায়ের পতাকা ধরি,
সত্যের পথে এগিয়ে চলি।