নদীর ঢেউয়ে ভেসে আসে, এক অদ্ভুত সুর,
পাহাড়ের মেঘে লুকায় স্বপ্নের এক ঘর।
সবুজ পাতার ফাঁকে রোদের যে হাসি,
তাতে লুকায় আমার কবিতার ভাষি।
পাহাড়, নদী, আর সমুদ্রের ঢেউ,
তাদের মাঝেই খুঁজে পাই হৃদয়ের খেই।
ঝর্ণার কলকল, বাতাসের গান,
আমার কলমে বুনে দেয় জীবনভর প্রাণ।
প্রতিটি শব্দে মিশে থাকে, ভালোবাসার রঙ,
মানুষের মুক্তি আর প্রকৃতির সংগ।
আমি কবি, আমি প্রেমিক, আমি প্রকৃতির বন্ধু,
এই জীবন নিয়ে আমি গড়ি এক ছন্দ।