মায়ের চেয়ে আপন কে আছে বলো,
যার ভালোবাসা নিঃস্বার্থ, এতটা অতল।
তাঁর চোখের গভীরে স্বপ্নের ছবি,
তাঁর হাসি মানে জীবনের কবি।

যখন ক্লান্তি পায়, মাথায় বুলিয়ে দেন,
একটুখানি দোয়ায় সব দুঃখ হারায়।
তাঁর আঁচল যেন শান্তির নীড়,
তাঁর কোলে লুকায় স্নেহের অধিকার।

মা মানে ত্যাগ, মা মানে আলো,
মা মানে পৃথিবীর সবচেয়ে ভালো।
যার হৃদয় জুড়ে সন্তানের বাস,
তাঁর ভালোবাসার নেই কোনো শেষ।

জীবনের পথে যতই হোক কষ্ট,
মা থাকলে মনে থাকে এক দারুণ শক্তি।
তাঁর দোয়া আমার সবচেয়ে বড় সম্বল,
তাঁর মুখের হাসি পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল।

হে আল্লাহ, মাকে রেখো সুখে আর শান্তিতে,
তাঁর ত্যাগের ঋণ যেন শোধ হয় মমতায় ভিজিয়ে।
মা, তুমি আমার জীবন, তুমি আমার ধ্রুবতারা,
তোমার ছায়াতলে যেন বাঁচি সবসময় ভালোবাসায় ভরা।