অঙ্গতার এই অন্ধকারে ডুবে আছে যত মানুষের মন,
পাপাচারে গা ভাষিয়ে করছে সবাই নিশ্চন্তে জীবন-যাপন ।

সুদ-ঘুষ আর হিংসা- বিদ্বেষ,গীবত অনাচার,
পূন্যবানরা সংখ্যায় কম তাই সহে অত্যাচার ।

কূরআন শিক্ষা নামায-কালাম ধর্মীয় যত বিধী-বিধান,
বাদ দিয়ে সব শিখছে সবাই বিদআতি আর নাচ-গান ।

মুসলমান আজ নামে সবাই নামাযর সময় কোথায় সবাই?
দুই ঈদে আর জুম্মাহ বাদে মসজিদে কি যায় ভুলে?

মরণ অতি সন্নিকটে সত্য এটাই করে নিতে হবে যে বরন,
বিলাশ বহুল জীবন যাপন হবে যে চির দূঃখের কারন।

আমলনামা অনুসারে, মুমিনদের চিরস্থায়ী জান্নাত
কাফের-মুশরিক, মুনাফিকদের, নাই সেদিন নাজাত।