পড়াশোনা শেষ, স্বপ্নের আলো,
চিন্তার খেলা, কেমন হবে কালো?
চাকরির আশায় ছুটলাম আমি,
প্রশ্ন হাজার, উত্তর নীরব থামি।
প্রথম পদক্ষেপ, উত্তেজনা ভরা,
স্বপ্নে গড়া এক নতুন ধরা।
কিন্তু কোথায় যেন কিছুটা ফাঁক,
মন পড়ে থাকে, নেই শান্তির ঠাঁই।
দুই মাস পেরিয়ে নিলাম বিদায়,
মন তো চায় সুখের ছায়া পাই।
সংগ্রামের গল্প তবু থামে না,
নতুন পথে ছুটলাম আবারও একা।
পরিশ্রম করে গড়লাম আমি,
নতুন ঠিকানা, নতুন নামি।
আজও চলছে পথ চলা নিরন্তর,
ভবিষ্যৎ জুড়ে আলোর সমারোহ!