জ্যাম আর যানজট, রাস্তায় ভিড়,
অফিসে যেতে দেরি, বসের ঝাড়ি ফ্রি।
স্কুলে যেতে চাই, সময় নেই হাতে,
ক্লাসে হয় দেরি, স্যারের প্রশ্নে মরি।

অ্যাম্বুলেন্সে রোগী, নিঃশ্বাসের কষ্ট,
যানজটের কারণে হারায় বাঁচার আশা অবশিষ্ট।
হর্নের শব্দে কান পীড়া, মাথা হয়ে ভারী।
শান্তি কোথায়, সবাই যেন অসুস্থে অস্থির।

গাড়ির কালো ধোঁয়া, বায়ু দূষিত করে।
রাস্তার ধুলায় পথচারির হাঁটতে হয় কষ্ট।
মানুষ চায় মুক্তি, জ্যাম থেকে পালাতে,
সময় ফিরিয়ে এনে, শান্তি ফিরে পেতে।