নাড়ির টানে ফিরছি বাড়ী,
অনেক পথ দিয়ে পাড়ি।
আসছে যে এই খুশির ঈদুল আজহা,
কারো চোখে নাইতো ঘুমের ছায়া।
পিতা-মাতা চেয়ে আছে,
ছেলেটা কখন ফিরবে কাছে।
এটা হচ্ছে বাঙালির নাড়ির টান,
যতই হোক ঝড়-বৃষ্টি ফিরতে হবে বাড়ি।
ভাইটা আছে কত আশায়,
ভাইয়া কখন ফিরবে বাসায়।
সবার মাঝে থাকবে কাছে,
কতো মজা ঈদের দিনে।
লেখাপড়া করি থাকি শহরে,
মনটা থাকে আপন ঘরে।
লোকের ভিড়ে জানের ঝুকি,
তুবও যে হয়েছি ঘরমুখি…!!