হঠাৎ করেই ভুলে গেছি
আমি তো এক কবি ছিলাম,
মনের আবেগের কথা দিয়ে
কবিতা লিখতাম।
কত রাত জেগে থেকে
দেখতাম চাঁদের আলো,
নদী আর ফুল পাখিদের
লাগতো যে খুব ভালো।
নদীর কূলে স্রোতের ঢেউ
আসত যখন রাশি রাশি,
তাকিয়ে দেখতাম তার ছবি
ভেসে উঠতো আমার পাশাপাশি।
এখন আমার মনের ঘরে
তৈরি হয়না নতুন ভাষা,
লিখব আমি কেমন করে
হারিয়ে ফেলেছি তারে।
প্রতিটি রাত আমার কেমনে হয় শেষ
রাত আসে রাত চলে যায়,
স্মৃতির পাতাগুলা কি আর
কখনো ভোলা যায়।
স্বপ্নবেচার শহরে আমি
স্বপ্নদেখি তোমায় নিয়ে,
আমার সেই স্বপ্নগুলো
তুমি ভেঙ্গে দিও না।
আমার মনের স্বপ্নগুলো
ভেঙে দিলে তুমি,
অবশেষে ভুলে গেছি
লিখতে সুখের কথাগুলি।